আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, আধুনিক শিক্ষণ পদ্ধতি ও আউটকাম বেইজড এডুকেশনের পূর্ণাঙ্গ ধারণা অর্জন ছাড়া একাডেমিক উৎকর্ষতা অর্জন সম্ভব নয়। শিক্ষকরা যদি এই পদ্ধতিকে যথাযথভাবে প্রয়োগ করতে পারেন, তাহলে শিক্ষার্থীদের শেখার মান ও দক্ষতা বহুগুণে বৃদ্ধি পাবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেন আধুনিক ও ফলভিত্তিক শিক্ষাব্যবস্থায় নিজেদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে একাডেমিক উৎকর্ষে অবদান রাখেন-সেটিই আইআইইউসি’র লক্ষ্য। গত মঙ্গলবার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে পিএসএসি সদস্য ও নবনিযুক্ত শিক্ষকদের জন্য আয়োজিত দুই দিনব্যাপী ‘আউটকাম বেইজড এডুকেশন (ও.বি.ই)’ বিষয়ক কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই কর্মশালার উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে ছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের সহকারী অধ্যাপক মো. মোস্তফা আমির ফয়সাল এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রভাষক জামিল আসা-আদ।‘আউটকাম বেইজড এডুকেশন’ বিষয়ক কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী আরও বলেছেন, আপনারা হচ্ছেন ভবিষ্যতের পরিবর্তনের দূত। আপনারা যত বেশি দক্ষ ও আধুনিক হবেন, তত বেশি শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে। এই কর্মশালার মাধ্যমে আপনারা যে জ্ঞান অর্জন করেছেন, তা যেন শ্রেণিকক্ষে প্রয়োগ করেন এটিই আমাদের প্রত্যাশা।আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. শাহ মু. ছানাউল করিমের সঞ্চালনায় আয়োজিত এ কর্মশালায় পিএসএসি সদস্য ও নবনিযুক্ত শিক্ষকরা ও.বি.ই. কারিকুলাম, কোর্স ফাইল ব্যবস্থাপনা এবং কার্যকর মূল্যায়ন পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ নেন। কর্মশালায় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ মনজুর আলমসহ বিশ্ববিদ্যালয়ের পিএসএসি সদস্য ও নবনিযুক্ত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন, আইআইইউসি সর্বদা গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই, প্রতিটি শিক্ষক যেন আধুনিক শিক্ষণ পদ্ধতি আয়ত্ত করে শ্রেণিকক্ষে শেখার পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলেন। শিক্ষকরা যদি নিজেদের নিয়মিতভাবে প্রশিক্ষিত ও আপডেট রাখেন, তাহলে আইআইইউসি একাডেমিক উৎকর্ষে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে আরও দৃঢ়ভাবে অবস্থান করবে। সংবাদ বিজ্ঞপ্তি।