সবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) কৃষি প্রকৌশল অনুষদ ও মাইক্রোনিউট্রিয়েন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে যৌথ গবেষণা ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক (MOU)) স্বাক্ষরিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় কৃষি গবেষণার মান উন্নয়ন, প্রযুক্তি উদ্ভাবন, শিক্ষার্থীদের প্রশিক্ষণ এবং কৃষি উপকরণের ব্যবহার-বিধি নিয়ে যৌথভাবে গবেষণা পরিচালনা করা হবে। কৃষি উৎপাদন বৃদ্ধিতে টেকসই পদ্ধতি ও প্রযুক্তি উদ্ভাবনে এ সমঝোতা নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন কৃষি প্রকৌশল অনুষদের ডিন, অধ্যাপক ড. ওয়াজেদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোনিউট্রিয়েন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ড. ওয়াসিউর রহমান, পরিচালক (গবেষণা) ড. গোলাম মোস্তফা, উপদেষ্টা (প্রযুক্তি) ড. হুমায়ুন কবির, এবং বিপণন বিভাগের প্রধান মোঃ জাহাঙ্গীর আলম।
স্বাগত বক্তব্য দেন গাকৃবির প্রযুক্তি গবেষণা সেলের পরিচালক, অধ্যাপক ড. বশির আহমেদ। তিনি বলেন, এই সমঝোতা কৃষি গবেষণার ক্ষেত্রকে বাস্তব প্রয়োগের সঙ্গে যুক্ত করবে, যা কৃষকদের উৎপাদন বাড়াতে ও খরচ কমাতে সহায়তা করবে।