মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা : মুক্তাগাছায় বিনোদবাড়ী আইডিয়াল কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক আল আমিনকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহতের প্রতিবাদে মানববন্ধন করেছে ওই কলেজের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী। বুধবার দুপুরে মুক্তাগাছা মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন বিনোদবাড়ী আইডিয়াল কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক আরিফুল ইসলাম, ইসলামী ইতিহাস ও সংস্কৃতিক বিভাগের শিক্ষক মনিরুজ্জামানসহ কলেজের শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে কথা বলায় মোহাম্মদ আল আমিন এর উপর বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। ঘটনার সাথে জড়িত মাদককারবারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে বিচারের আহবান জানান। জড়িতদের দ্রুত গ্রেফতার করা না হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধনে বিনোদবাড়ী আইডিয়াল কলেজের কয়েকশ শিক্ষার্থীসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত রবিবার রাতে স্থানীয় এক ব্যক্তিকে মাদক কারবারীরা মারধর করলে শিক্ষক আল আমিনসহ এলাকার কয়েকজন যুবক ওই ঘটনার প্রতিবাদ করেন। এর জের ধরে মঙ্গলবার সকালে আল আমিন কলেজের উদ্দেশ্যে বের হয়ে মুজাটি মসজিদের সামনে আসলে মাদককারবারী রায়হান (২৮) ও তার শ্যালক পরাগ (২৮) তার পথ আটকায়। এ সময় তাদের হাতে থাকা লোহার পাইপ, রড, রামদা দিয়ে আলামিনের উপর হামলা করে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। এতে আলামিনের ডান হাত, বাম পা ভেঙ্গে যায় ও বাম হাতের আঙ্গুল থেতলে যায়। পরে স্থানীয়রা আহত আলঅমিনকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহত শিক্ষক আলামিন মানকোন ইউনিয়নের শ্রীপুর গ্রামের সেকান্দর আলীর পুত্র।