আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ফার্মেসী বিভাগের মাস্টার্স (এম ফার্ম) এর জন্য অত্যাধুনিক ল্যাব উদ্বোধন করা হলো গতকাল। আইআইইউসির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই ল্যাব উদ্বোধন করেন।

গতকাল শনিবার সকালে ফার্মেসি বিভাগের একাডেমিক ভবনে উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন আইআইইউসি‘র ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম পিএসসি (অবঃ), বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের সাবেক ডীন প্রফেসর ড. মোহাম্মদ আকতার সায়্যিদ, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান কাজী আশফাক আহমেদ চৌধুরী এবং একাডেমিক এ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক সিরাজুল আরেফিন। এছাড়াও বিভাগীয় শিক্ষকগণ ও কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী ল্যাব পরিদর্শনকালে উন্নতমানের ইকুইপমেন্ট এবং মেশিনারিজ দিয়ে ফার্মেসী বিভাগের মাস্টার্স (এম ফাম) ল্যাবরেটরি সজ্জিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে চাহিদার পরিপ্রেক্ষিতে আরও ইকুইপমেন্ট এবং মেশিনারিজের জন্য বরাদ্দ অনুমোদন করবেন বলে আশ^াস প্রদান করেন। উদ্বোধন হওয়া এই ল্যাব জিনগত গবেষণা ও বায়োটেকনোলজিতে ব্যবহৃত জেল ইলেক্ট্রোফোরেসিস সিস্টেম (ডিএনএ/আরএনএ), সঠিক ফলাফল পাওয়ার জন্য প্রয়োজনীয় এবং ডাটা বিশ্লেষণ ও সংরক্ষণে ব্যবহৃত এইচপিএলসি, চিকিৎসা ও গবেষণায় ব্যবহৃত ব্লাড অ্যানালাইজার, রাসায়নিক বিশ্লেষণে বহুল ব্যবহৃত স্পেকট্রোফটোমিটার ইত্যাদি ল্যাবরেটরি ইকুইপমেন্ট এবং মেশিনারিজ দিয়ে অত্যাধুনিক ও সমৃদ্ধ করা হয়েছে। উল্লেখ্য, গত ২৫ নভেম্বর, ২০২৫ বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশন লিখিতভাবে বেসরকারী বিশ^বিদ্যালয় আইন, ২০১০ এর ২৪(৩) ধারা অনুসারে আইআইইউসি’র বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধীনে মাস্টার অব ফার্মেসি (এম. ফার্ম) প্রোগ্রাম অনুমোদন প্রদান করে। আইআইইউসি’র ফার্মেসি বিভাগের অভিজ্ঞ শিক্ষক এবং ঢাকা, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকগণের মাধ্যমে পোস্ট-গ্র্যাজুয়েট প্রোগ্রাম মাস্টার অব ফার্মেসি (এম. ফার্ম) পরিচালিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।