স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ২য় বর্ষ পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (০৯ অক্টোবর)ঘোষণা করা হয়েছে। দেশে ৬৮৪টি কেন্দ্রে ১৯০৮টি কলেজের ২ লাখ ২৮ হাজার ২২৩ জন শিক্ষার্থী (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) এই পরীক্ষা সম্পন্ন করেন। পরীক্ষায় পাশের হার ৯৪.৬২ শতাংশ।

পরীক্ষার ফলাফল রাত ৮ টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (result.nu.ac.bd অথবা www.nu.ac.bd/results) দেখা যাবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে, প্রকাশিত ফলাফলে কোন প্রকার অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা তারা সংরক্ষণ করেন।

ফলাফলের তথ্যটি শুক্রবার নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের (ভারপ্রাপ্ত) পরিচালক মুস্তাফিজুর রহমান।