আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনের গৌরবময় অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। এই বিজয় কেবল একটি দিবস নয়; এটি আমাদের আত্মপরিচয় এবং জাতিসত্তার ভিত্তি।
মঙ্গলবার ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভার আগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এতে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন। এরপর শিক্ষক ও কর্মকর্তাদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, প্রীতি ফুটবল ম্যাচে কর্মকর্তাদের দল জয়লাভ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী আরও বলেন, মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠা। জুলাই বিপ্লবসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন আমাদের সেই চেতনার কথাই স্মরণ করিয়ে দেয়। বিজয় অর্জনের পাশাপাশি বিজয়কে অর্থবহ করে তোলার দায়িত্ব এখন আমাদের সবার। বিশ্ববিদ্যালয় হচ্ছে একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের কারখানা। শিক্ষার্থীদের শুধু পুঁথিগত বিদ্যায় নয়, বরং দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করাই আমাদের প্রধান দায়িত্ব। তরুণ প্রজন্ম যদি মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে নিজ-নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করে, তাহলেই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে।
স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক মু. মামুনুর রশীদের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। এছাড়াও এতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। আলোচনা সভায় বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য, জুলাই বিপ্লব এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযুদ্ধের চেতনা ধারণের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে প্রীতি ফুটবল ম্যাচে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রেসবিজ্ঞপ্তি।