গৌরনদী (বরিশাল) সংবাদদাতা : মহিলাড়া ডিগ্রি কলেজের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবীন বরণ অনুষ্ঠান কলেজ মাঠে কলেজ গভনিং বডির সভাপতি সরদার লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

গত ৬ নভেম্বর অনুষ্ঠান উদ্বোধন করেন, কলেজ (অন্যতম) প্রতিষ্ঠাতা প্রফেসর মাওলানা আব্দুল অহেদ কলেজের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীও ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপি’র চেয়ার পারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক সংসদ সদস্য ও আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি’র মনোনীত বরিশাল ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জহির উদ্দিন স্বপন, বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টার, সহকারি একান্ত সচিব মোহাম্মদ আয়মান হাচান রাহাত, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল কলেজ পরিদর্শক প্রফেসর ড. জসিম উদ্দিন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বরিশাল নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শহিদুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ কেএম শরিফুল কামাল,

অনুষ্ঠানে নবীন ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠান শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।