শিক্ষাঙ্গন
বশেমুরকৃবি'র নতুন নাম 'গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়'
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি)-এর নাম পরিবর্তন করে ‘গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়' করা হয়েছে।

স্টাফ রিপোর্টার, গাজীপুর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি)-এর নাম পরিবর্তন করে ‘গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়' করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (জনসংযোগ শাখা) মোহাম্মদ আব্বাস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখার গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে নাম পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশ গেজেটের অধ্যাদেশ নং ০৫, ২০২৫-এর আওতায় সংশোধিত বিশ্ববিদ্যালয় আইনের ২ ধারায় উল্লেখ করা হয়েছে—
১) “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮চ্ (১৯৯৮ সনের ১৬ নং আইন)-এ সর্বত্র “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়চ্ শব্দগুলোর পরিবর্তে “গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়চ্ প্রতিস্থাপিত হবে।
২) ধারা ৩-এর উপ-ধারা (১)-এ "Bangabandhu Sheikh Mujibur Rahman Agricultural University"-এর পরিবর্তে "Gazipur Agricultural University" লেখা হবে।
এদিকে নাম পরিবর্তনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। তিনি বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করতে তিনি ও বিশ্ববিদ্যালয় পরিবার বদ্ধপরিকর।
উল্লেখ্য, ২০২৫ সালের টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টি দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে এবং অন্যান্য আন্তর্জাতিক র্যাংকিংয়েও গৌরবময় অবস্থানে রয়েছে। ভাইস-চ্যান্সেলর আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিকভাবে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে।