ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম।
শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দুপুর দুইটায় ওসমান হাদির জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাদিক কায়েম এ আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘‘যেসব সহযোদ্ধারা ঢাকায় আসতে পারবেন না, তাদেরকে মসজিদে-মসজিদে, পাড়া-মহল্লায়, শহরে-উপশহরে, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা আয়োজন করার আহ্বান জানাচ্ছি। গায়েবানা জানাজা শেষে আধিপত্যবাদবিরোধী কফিন মিছিল বের করুন। শহীদ ওসমান হাদির শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনায় দোয়া-মোনাজাতের আয়োজন করুন। মন্দির, প্যাগোডা, গির্জা ইত্যাদি উপাসনালয়গুলোতে প্রার্থনার আয়োজন করুন।’’