জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চলমান ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় ‘হেল্প ডেস্ক’ স্থাপন করেছে। রোববার (২১ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এই কার্যক্রম ২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে।
পরীক্ষার দিনগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নিকট স্থাপিত হেল্প ডেস্ক থেকে চট্টগ্রাম থেকে আগত পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে। পরীক্ষার্থীদের পথনির্দেশনা, আবাসন সংক্রান্ত সহযোগিতার পাশাপাশি বিশেষ উদ্যোগ হিসেবে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হচ্ছে। সরেজমিনে দেখা যায়, প্রায় ৬০০০ শিক্ষার্থীর মধ্যে মুসকান মিনারেল ওয়াটার বিতরণ করা হচ্ছে। পানি সরবরাহ করছে এস এ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের স্বনামধন্য প্রতিষ্ঠান মুসকান।
এছাড়া চট্টগ্রাম থেকে আগত ছেলে ও মেয়ে পরীক্ষার্থীদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়েছে এবং দেরিতে আসা পরীক্ষার্থীদের মোটরসাইকেলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে। হেল্প ডেস্ক ছাড়াও জাকসু, ছাত্রদল, ছাত্রশিবিরসহ অন্যান্য ছাত্রসংগঠনের ট্যান্টেও জেলা সমিতির নেতৃত্বরা সৌজন্য সাক্ষাৎ করেছেন, যেখানে মুসকান মিনারেল ওয়াটার উপহার হিসেবে প্রদান করা হয়েছে।
ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক তানভীর মাহতাব চৌধুরী বলেন, “সামাজিক এই কার্যক্রমে সকাল-সন্ধ্যা দায়িত্ব পালন করছে আমাদের ২৫ জনেরও অধিক শিক্ষার্থী। সবার সহযোগিতায় সুন্দরভাবে এই কাজ সম্পন্ন হবে।”
সমিতির সভাপতি শাহরিয়া নাজিম রিয়াদ বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময় প্রতি বছরের মতো এবারও হেল্প ডেস্ক স্থাপন করেছি। সেবামূলক কাজে সহযোগিতার জন্য মুসকান ড্রিংকিং ওয়াটার, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসকের প্রতি আমাদের কৃতজ্ঞতা। আশা করি, ভবিষ্যতেও শিক্ষার্থীবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, গত বছরও সমিতি প্রায় ৩০০০ শিক্ষার্থীর মধ্যে মুসকান মিনারেল ওয়াটার বিতরণ করেছিল।