ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত কলেজের ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে স্নাতক সম্মানে তথ্য প্রযুক্তি ও ইংরেজি বিষয় বাধ্যতামূলক করা হয়েছে। সারাদেশের স্নাতক পর্যায়ের সকল শিক্ষার্থী যাতে তথ্য প্রযুক্তি বিষয়ে শিক্ষালাভ করতে পারে সে জন্য আধুনিক পাঠ্যক্রম প্রণয়নের পাশাপাশি তা বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সবধরণের সহায়তা দিবে জাতীয় বিশ্ববিদ্যালয়। প্রয়োজনে শিক্ষার্থীদেরও সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

বুধবার রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয় ও সরকারের এটুআই প্রকল্পের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষাক্রমের আইসিটি বিষয়ের "টিচিং, লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি" শীর্ষক এ কর্মশালার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও এটুআই (A2i) প্রোগ্রামের প্রকল্প পরিচালক মো. রশিদুল মান্নাফ কবীর।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বলেন, কলেজগুলোতে তথ্য প্রযুক্তি শিক্ষাদানের ক্ষেত্রে শিক্ষক সংকটসহ নানা সমস্যা রয়েছে। এ বিষয়ে সহায়তার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের সব টেকনিক্যাল কলেজ ও কম্পিউটার কাউন্সিলের সাথে আলোচনা করছে। তিনি বলেন, দেশের কলেজগুলোতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মেধার ঘাটতি নেই। তারা সঠিক গাইডেন্স বা দিক নির্দেশনা পেলে সহজেই তথ্য প্রযুক্তি বিষয়ে দক্ষ হয়ে উঠবে। শিক্ষার্থীদের জন্য আধুনিক, সময়োপযোগী ও কর্মমুখী তথ্য প্রযুক্তি বিষয়ক পাঠ্যক্রম প্রণয়নে সরকারের এটুআই (A2i) প্রোগ্রাম ও শিক্ষাবিদদের প্রতি আহ্বান জানান প্রফেসর এ এস এম আমানুল্লাহ।

টিচিং, লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি শীর্ষক এ কর্মশালার দ্বিতীয় সেশনে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নূরুল ইসলাম।

দিনব্যাপী এ কর্মশালায় দেশের বিভিন্ন কলেজের ৮টি বিভাগের ৪০জন তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান বিভাগের শিক্ষকগণ অংশগ্রহন করেন। এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন মো. আফজাল হোসেন সারওয়ার, পলিসি এনালিস্ট এবং হেড অব ফিউচার অব এডুকেশন, এটুআই (A2i) প্রোগ্রাম, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের অধ্যক্ষ ড. মো. ওয়ালিউল্লাহ, ড. এইচ এম রুহুল কুদ্দুছ, ডিন (ভারপ্রাপ্ত), কারিকুলাম, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ড. নাজমা তারা, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স, জাতীয় বিশ্ববিদ্যালয়, মির্জা মোহাম্মদ দিদারুল আনাম, শিক্ষা বিশেষজ্ঞ, ফিউচার অব এডুকেশন, এটুআই (A2i) প্রোগ্রাম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের পরিচালক ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।