নিরাপদ মাছ চাষ নিশ্চিত করতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফিশারীজ বিভাগের আয়োজনে চকরিয়ায় মৎস্য চাষিদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হয়েছে প্রশিক্ষণ কর্মশালা। গতকাল সম্প্রতি উপজেলার মোহনা মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন দেলোয়ার। এতে প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ তথ্য ও দিক-নির্দেশনামূলক আলোচনা পেশ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ফিশারীজ বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ ইয়ামিন হোসেন ও ফিশারীজ বিভাগের সাবেক ডীন প্রফেসর ড. সালেহা জেসমিন। এসময় চকরিয়া সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আনোয়ারুল আমিনসহ আয়োজক সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় বক্তারা নিরাপদ মাছ চাষ ও উৎপাদন নিশ্চিত করতে যথাযথ নিয়ম পদ্ধতি অনুসরণ করার ওপর জোর তাগিদ দেন। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতায় মৎস্য চাষিদের উন্নত প্রশিক্ষণের আওতায় এতে দক্ষ ও সফল চাষি হিসেবে গড়ে তুলতে আশ্বাস প্রদান করেন আয়োজক কর্তৃপক্ষ।
শিক্ষাঙ্গন
রাজশাহী বিশ্ববিদ্যলয়ে ফিশারীজ বিভাগের প্রশিক্ষণ কর্মশালা
নিরাপদ মাছ চাষ নিশ্চিত করতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফিশারীজ বিভাগের আয়োজনে চকরিয়ায় মৎস্য চাষিদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হয়েছে প্রশিক্ষণ কর্মশালা। গতকাল সম্প্রতি উপজেলার মোহনা মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায়