নড়াইল জেলা ও দায়রা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান পিকুল লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। সোমবার (৩ মার্চ) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের বিদ্যালয় পরিদর্শক ড. মো: কামরুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে কাজী জিয়াউর রহমান পিকুলকে সভাপতি করে ৪ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়।কমিটির অন্য সদস্যরা হলেন সদস্য সচিব স্কুলের প্রধান শিক্ষক নির্মল কুমার কুন্ডু, অভিভাবক সদস্য মোসা: তানজিরা খাতুন এবং সাধারণ শিক্ষক সদস্য মো: মনজুরুল হক।

লোহাগড়া উপজেলার বয়রা গ্রামের কৃতী সন্তান কাজী জিয়াউর রহমান পিকুল খুলনার সরকারি বিএল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ পাশ করে ঢাকার বাংলাদেশ ইসলামি ইউনিভার্সিটি থেকে এলএল.বি ডিগ্রী অর্জন করেন। পরে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতে আইন পেশা শুরু করেন।