ববি সংবাদদাতা : জুলাই-আগস্টের পর আমাদের কার্যক্রম দ্বারা সকলের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে “ফ্যাসিবাদী ধারার রাজনীতির কবর ৫ আগস্ট হয়ে গেছে” বলে মন্তব্য করেছেন ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। সোমবার (১৭ নভেম্বর) ইসলামি ছাত্রশিবির, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে তিনি এমন মন্তব্য করেন। প্রোগ্রামটি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে।

প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম আরও বলেন, “বরিশালে আসার পর একটু বেশিই গরম অনুভূত হচ্ছে, শিক্ষার্থী বন্ধুদেরও কষ্ট হচ্ছে সেটা বুঝতে পারছি। বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীলদের কাছে শুনলাম এখানে কোনো বড় অডিটোরিয়াম নেই, যেখানে বসে স্বস্তির সঙ্গে কথা বলা যাবে। বিশ্ববিদ্যালয় দায়িত্বশীল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সময়ের মধ্যে যেন তারা এ ব্যবস্থা করেন, তার অনুরোধ জানান।” একই সাথে বরিশাল অঞ্চল যেন এই বিশ্ববিদ্যালয়ের জন্য বিখ্যাত হয়, সেদিকে শিক্ষার্থীদের নজর দিতে আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ার টাকা আসে কৃষকদের টাকা থেকে। তারা স্বপ্ন দেখে আমাদের নিয়ে, আমরা ভালো কিছু করব সেটার জন্য। তাদের সেই চাহিদার দিকে আমাদের তাকাতে হবে, তাদের মূল্যায়ন করতে হবে। শিক্ষার্থীদের উপদেশ দিতে গিয়ে বলেন, “সকালবেলা হলো সৃষ্টিকর্তার নিয়ামতস্বরূপ বরকতের সময়। সকালের এই বারাকাহর (বরকতের) সময়টা আমাদের ঘুমিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। সকালের এই সময় কাজে লাগাতে রাতে বেশি না জেগে দ্রুত ঘুমাতে হবে।” শিবিরের এত বড় বড় প্রোগ্রামে খরচের আয়ের উৎস কী— এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের প্রত্যেক জনশক্তিই আমাদের ডোনার। তারা তাদের মাসিক খরচ থেকে কিছু কিছু টাকা সংগঠনকে দিয়ে থাকেন। তা ছাড়াও যারা একসময় শিবির করতেন এবং এখন ভালো চাকরি করেন বা দেশের বাইরে থাকেন, তারা আমাদের খুঁজে খুঁজে অর্থ দেন বড় প্রোগ্রামের আয়োজনের জন্য।”

বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ও জুলাই আন্দোলন চলাকালীন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সোহেল রানা, কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি হারুন অর রশিদ রাফি, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক জাকারিয়া ইসলাম বাবু, বরিশাল মহানগর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী...।