চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণ ও দাখিলের সময়সীমা একদিন বাড়ানো হয়েছে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গতকাল বুধবার দুপুরে এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন জানান, প্রার্থীরা এখন বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত তাদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন। এর আগে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল বুধবার (১৭ সেপ্টেম্বর)। সময়সীমা বৃদ্ধির কারণ হিসেবে অধ্যাপক মনির উদ্দিন বলেন, সম্প্রতি ঘটে যাওয়া সংঘর্ষে বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছে এবং তাদের অনেকে এখনো পুরোপুরি সুস্থ নন। এছাড়াও, অনেক শিক্ষার্থী সময় বাড়ানোর জন্য আবেদন জানিয়েছিল। তাদের এই অনুরোধের প্রেক্ষিতেই কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হবে। এরপর ২১ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর। ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং ১২ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।