ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কুরআন বিতরণ করবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। শনিবার (১১ মে) বটতলা চত্বরে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছে আয়োজকরা।

শাখা শিবিরের সভাপতি মুহিবুর রহমান মহিব বলেন, ১৯৮৫ সালের ১০ এপ্রিল ভারতে পবিত্র কুরআনকে বাজেয়াপ্ত করার জন্য রিট পিটিশন দায়ের করা হয়। ফলে তীব্র প্রতিবাদে ফেটে পড়ে সারাবিশ্বের তৌহিদী জনতা। চাঁপাইনবাবগঞ্জে ১১ মে প্রতিবাদ মিছিলে পুলিশ গুলি ছুড়লে ৮ জন ভাই শাহাদাতবরণ করেন। সেই থেকে কুরআনের জন্য জীবন দেওয়ার এই দিনটিকে ইসলামী ছাত্রশিবির কুরআন দিবস হিসেবে পালন করে আসছে।

দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, “দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মধ্যে কুরআন পড়ার প্রবণতা আশানুরূপ নয়। অথচ একজন মানুষকে সৎ, ন্যায়পরায়ণ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে কুরআনের শিক্ষা অপরিহার্য। এ প্রেক্ষাপটে আমরা চাই—ছাত্রসমাজ কুরআনের সাথে সম্পর্ক গড়ুক, জীবনে কুরআনের আদর্শকে ধারণ করুক। কুরআন বিতরণ কর্মসূচি সে লক্ষ্যে আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস।”

এ প্রসঙ্গে পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক শাফায়েত মীর বলেন, “পবিত্র কুরআনের মর্যাদা রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব। ১১ মে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে আমরা বিনামূল্যে কুরআন বিতরণের মাধ্যমে ইসলামের মহাসন্দেশকে ছড়িয়ে দিতে চাই। আমাদের প্রত্যাশা—এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে কুরআনের শিক্ষা ছড়িয়ে পড়বে এবং নৈতিক সমাজ গঠনে ভূমিকা রাখবে।”

আয়োজকরা জানান, কুরআনের সঙ্গে সৌজন্য উপহার হিসেবে বিতরণ করা হবে কুরআনের মর্যাদা সংরক্ষণ সংক্রান্ত সচেতনতামূলক বই 'কুরআন বুঝা সহজ' ও 'কুরআনের মর্ম কথা'। কর্মসূচিতে সকলকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।