নিবরাস মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল সোমবার সকাল ৮ টায় বনশ্রীর বজলুর রহমান কমিউনিটি কমপ্লেক্সে মাদরাসার অধ্যক্ষ মুতাছিম বিল্লাহ মাক্কীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নূরুল হক। প্রধান আলোচক ছিলেন তা’মীরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি, প্রখ্যাত আলেমে দ্বীন প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ যাইনুল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের নবনিযুক্ত উপাধ্যক্ষ ও নিবরাস ফাউন্ডেশন বাংলাদেশ-এর চেয়ারম্যান ড. মো. নুরুল্লাহ আল-মাদানী, সেক্রেটারি জেনারেল শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ। অন্যান্যের মধ্যে মাদরাসার উপাধ্যক্ষ হোসাইন মোহাম্মদ ইলিয়াস, দক্ষিণ বনশ্রী ক্যাম্পাসের ইনচার্জ হাফেজ মাজহারুল ইসলাম আযহারী, নিবরাস ফাউন্ডেশনের ফিনান্স সেক্রেটারি আতাউর রহমান শরিফ, তাহফিযুল কুরআন ক্যাম্পাসের চেয়ারম্যান হাফেজ জিয়াউর রহমান, আশরাফুল আলম, মীর মাহবুব হাসান, উবাইদুল্লাহ শামীম, মহসীন উদ্দীন, শরিফুল ইসলাম, হাফেয আরিফুর রহমান আযহারী প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিগত সেশনে মেধা তালিকায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী, সাংস্কৃতিক পক্ষ-২০২৫ এর বিভিন্ন ইভেন্টে বিজয়ী, ২০২৪ শিক্ষাবর্ষের শতভাগ উপস্থিতির মোট ৪৮২টি পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।