স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ গাজীপুর মহানগর কাশিমপুর থানার লালদিঘী জান্নাতুল বাকী দারুল উলূম আলিম মাদরাসায় আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় মাদরাসা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর, শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি ও গাজীপুর-২ আসনের এমপি প্রার্থী মুহাম্মদ হোসেন আলী।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নৈতিকতা ও আধুনিক শিক্ষায় সমৃদ্ধ হয়ে সমাজের যোগ্য নাগরিক হয়ে ওঠাই মাদরাসার প্রধান লক্ষ্য। নবীনদের তিনি সঠিক পথে চলার পরামর্শ দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মাওলানা মোঃ আব্দুল মান্নান, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ভাইস প্রিন্সিপাল মাওলানা মোস্তফা, সঞ্চালনা করেন শিক্ষক মাওলানা মোঃ মাহবুবুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন প্রিন্সিপাল মাওলানা নুর মুহাম্মদ।

অতিথিদের মধ্যে ছিলেন সহঃশিক্ষক শাহাবউদ্দিন আহমেদ, সমাজসেবক মোঃ মফিজ উদ্দিন মোল্লা, মাওলানা মোঃ ইদ্রিস আলী মৃধা, মাওলানা নাসির উদ্দীন, জামায়াত কাশিমপুর থানার সেক্রেটারি মোঃ নুরুজ্জামান ফকির এবং সহ-সেক্রেটারি মোঃ সোহেল পাঠান।

ফুলেল শুভেচ্ছা ও সাংস্কৃতিক পরিবেশনায় নবীনবরণ অনুষ্ঠানটি হয়ে ওঠে উৎসবমুখর।