স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
সমকামিতার অভিযোগে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) পাঁচ শিক্ষার্থীকে সাময়িকভাবে হল থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ ও আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে টানা বিক্ষোভ চলছে ক্যাম্পাসে।
বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে অভিযোগের সঠিক তদন্ত এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি সুশৃঙ্খল ও নিরাপদ শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে পাঁচজন শিক্ষার্থীকে সাময়িকভাবে আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়েছে।”
সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, “ডুয়েটের আবাসিক হলে সমকামী কর্মকাণ্ড নিয়মিতভাবে সংঘটিত হচ্ছে। আমরা গত ছয় মাস ধরে বিষয়টি পর্যবেক্ষণ করে তথ্যপ্রমাণ সংগ্রহ করেছি। কেবলমাত্র পাঁচজন নয়, আরও অন্তত ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী এতে জড়িত থাকতে পারে। আমরা চাই, দায়ী সবাইকে স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হোক।”
বহিষ্কৃতদের বিষয়ে তদন্ত চলমান থাকলেও শিক্ষার্থীরা অভিযোগের ভিত্তিতে আরও কঠোর পদক্ষেপ দাবি করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন এবং স্লোগান দেন। তারা বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট পর্যন্ত পৌঁছানোর দাবি জানান।
পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস বলেন, “ছাত্রদের দাবির প্রেক্ষিতে আমরা ব্যবস্থা নিয়েছি। তারা বিক্ষোভ করছে, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি এবং পরবর্তী সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী নেওয়া হবে।”
বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত প্রতিবেদন এবং শিক্ষার্থীদের দাবি বিশ্লেষণ করে আগামী দিনে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলে জানানো হয়েছে।