জুলাই গণঅভ্যুত্থানের হামলাকারীদের বিচার ও জাকসু (জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচন পূর্বনির্ধারিত সময়েই আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।

রবিবার (৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ দুই দফা দাবি উত্থাপন করে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “দীর্ঘ প্রতীক্ষার পর ঘোষিত জাকসু নির্বাচন বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। প্রশাসনের তরফে বলা হচ্ছে, ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত হামলার বিচার না হওয়ায় নির্বাচন স্থগিত করা হয়েছে। কিন্তু আমরা মনে করি, এই যুক্তি একপেশে, অযৌক্তিক এবং এটি প্রশাসনের দায় এড়ানোর কৌশল মাত্র।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “জুলাই হামলার বিচার ও জাকসু নির্বাচন—এই দুটি প্রক্রিয়া সমান্তরালভাবে চলতে পারে এবং চলা উচিত। বরং এই নির্বাচন হতে পারত বিচার ও জবাবদিহিতার দাবিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার এক ঐতিহাসিক সুযোগ। অথচ প্রশাসন বরাবরই বিচারের দায়কে সামনে এনে গণতান্ত্রিক কাঠামো গঠনের কাজকে বিলম্বিত করছে, যা রাজনৈতিক ও প্রশাসনিক টালবাহানারই অংশ।”

ছাত্র ইউনিয়ন অভিযোগ করে বলেছে, “বিচার না হওয়ার দায় সম্পূর্ণ প্রশাসনের। গত এক বছরেরও বেশি সময় ধরে একাধিকবার সময় চাওয়ার পরও বিচারিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়া প্রশাসনের ব্যর্থতা স্পষ্ট করে।”

সংগঠনটি অবিলম্বে হামলাকারীদের বিচারের আওতায় আনা এবং পূর্বঘোষিত সময় অনুযায়ী জাকসু নির্বাচন আয়োজনে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।