জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফলাফল ঘোষণা করে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়, সারাদেশের ৩৪২টি কেন্দ্রে ৮৮০টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। ৩১টি বিষয়ে অনুষ্ঠিত এ পরীক্ষায় নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নসহ মোট ৩ লাখ ৪৩ হাজার ১৪৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। প্রকাশিত ফলে গড় পাশের হার দাঁড়িয়েছে ৯৩ দশমিক ১৮ শতাংশ।
ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। শিক্ষার্থীরা BA ও BSS এর ফল http://results.nu.ac.bd/ এবংB.Sc, BBA ও B.Music এর ফল https://results.nubd.info/ওয়েবসাইট থেকে জানতে পারবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, মোঃ এনামুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। ফল প্রকাশ সংক্রান্ত বার্তা প্রেরণ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত), মোঃ মোস্তাফিজুর রহমান।