আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-তে অনুষ্ঠিত হয়েছে ‘আইইএলটিএস ও যুক্তরাজ্যে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার’। বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের উদ্যোগে এবং এএইচজেড ফাউন্ডেশনের সহায়তায় গত বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাঙ্গর বিশ্ববিদ্যালয়ের কান্ট্রি ম্যানেজার রাসেল এম. জাহাঙ্গীর, ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারের ডেপুটি কান্ট্রি ম্যানেজার মেহেদী হাসান, ইউনিভার্সিটি অব চেস্টারের কান্ট্রি ম্যানেজার তাসমিনা চৌধুরী, র‌্যাভেনসবর্ন ইউনিভার্সিটি লন্ডনের (ওআইইজি) সিনিয়র রিজিওনাল ম্যানেজার তানভীর আহমেদ, ইউনিভার্সিটি অব হাল-এর কান্ট্রি ম্যানেজার শাফিউন ফাহাদ বাইয়েজিদ, ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব ইংল্যান্ডের ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট অ্যাডভাইজর তৌসিফ আহমেদ, এএইচজেড-এর কান্ট্রি ম্যানেজার ওয়াহিদ জামান এবং এএইচজেড চট্টগ্রাম শাখার অপারেশনস ম্যানেজার মো. ইসমাইল হোসেন রিফাত প্রমুখ। সেমিনারে যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ, ভর্তি প্রক্রিয়া ও বৃত্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে সঠিক প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন। তারা জানান, অনেক ক্ষেত্রেই আইইএলটিএস ছাড়াই শুধুমাত্র মিডিয়াম অব ইনস্ট্রাকশন (এমওআই) সনদ দিয়ে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সম্ভব। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমান বলেন, শিক্ষার্থীদের বৈশ্বিক উচ্চশিক্ষা ও গবেষণায় সম্পৃক্ত করতে আইআইইউসি নিয়মিতভাবে এমন কার্যক্রমের আয়োজন করবে।

সেমিনারের অংশ হিসেবে যুক্তরাজ্যের ছয়টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এডুকেশন ফেয়ার। সেখানে আইআইইউসির শিক্ষার্থীরা যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি, বৃত্তি ও একাডেমিক সুবিধা বিষয়ে সরাসরি তথ্য সংগ্রহের সুযোগ পান। অনুষ্ঠান শেষে যুক্তরাজ্যের ছয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা আইআইইউসির-এর ভাইস-চ্যান্সেলরের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন আইআইইউসি-এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এবং রেজিস্ট্রার কর্নেল মো. কাসেম (অব.)। অতিথিরা আইআইইউসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, এমন উদ্যোগ শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষায় উৎসাহিত করবে এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে পড়াশোনার নতুন দ্বার উন্মোচন করবে। সংবাদ বিজ্ঞপ্তি।