ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আয়োজনের লক্ষ্যে ডাকসু নির্বাচনের টাইমলাইন ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ডাকসু নির্বাচনের এই টাইমলাইন ঘোষণা করা হয়।

ডাকসু নির্বাচনের টাইমলাইনে উল্লেখ করা হয়েছে, এর জন্য আগামী মে মাসের প্রথম অংশে নির্বাচন কমিশন গঠন করা হবে আর ভোটার তালিকা প্রণয়ন করা হবে মে মাসের মাঝামাঝি। এরপর নির্বাচন কমিশনার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে উপাচার্যের সম্মতিতে নির্বাচনের সময়সূচি ঘোষণা করবেন।

টাইমলাইন অনুযায়ী গঠনতন্ত্র সংশোধন ও নির্বাচনের আচরণবিধি প্রস্তুত করেছে গঠণতন্ত্র সংস্কার কমিটি ও আচরণবিধি প্রণয়ন কমিটি। এ দুটি বিষয় ঢাবির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ভবন সূত্রে জানা গেছে, চলতি মাসের ২৪ তারিখ সিন্ডিকেট সভা হওয়ার কথা রয়েছে। ওই সভায় এ বিষয়গুলোর অনুমোদন দেওয়া হতে পারে।

টাইমলাইনে আরো উল্লেখ করা হয়, ডাকসুর গঠনতন্ত্র সংস্কারের জন্য গঠিত কমিটি ছাত্রসংগঠনগুলোর সঙ্গে বৈঠক করে এবং অনলাইনে সাধারণ শিক্ষার্থীদের মতামত নিয়েছে। সংস্কার কমিটি মোট ছয়টি বৈঠক করেছে। ডাকসুর গঠনতন্ত্র সংশোধন করে সেটি ছাত্রসংগঠনগুলোর কাছে পাঠানো হয়েছে। বর্তমানে এটি সিন্ডিকেটের অনুমোদনের অপেক্ষায় আছে।

এ ছাড়া টাইমলাইনে উল্লেখ করা হয়, আচরণবিধি পর্যালোচনা কমিটি ছাত্রসংগঠনগুলোসহ সাবেক ডাকসু নেতাদের সঙ্গে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক ও বর্তমান সদস্যদের সঙ্গে বৈঠক করেছে। কমিটি মোট সাতটি বৈঠকের পর আচরণবিধি চূড়ান্ত করেছে। এটিও বর্তমানে সিন্ডিকেটের অনুমোদনের অপেক্ষায়।

ডাকসু নির্বাচনের জন্য গঠিত পরামর্শক কমিটিও এরই মধ্যে প্রয়োজনীয় ৯টি আলোচনাসভা সম্পন্ন করেছে। চলতি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে এই কমিটি তাদের কার্যক্রম চূড়ান্ত করবে বলে টাইমলাইনে উল্লেখ করা হয়েছে।