আবু উবাইদা, ববি প্রতিনিধি: গবেষণা ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে 'অ্যান অ্যারিনা ফর আইডিয়াস, এক্সপ্লোরেশন, অ্যান্ড ইনোভেশন' স্লোগাননকে সামনে রেখে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রথমবারের মতো আয়োজিত হয়েছে বিইউআরএস ফার্স্ট রিসার্চ কনফ্লুয়েন্স - ২০২৫।

সোমবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে বরিশাল ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি আয়োজিত এ সমাবেশে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাদের গবেষণা প্রস্তাবনা উপস্থাপন করে।

দিনব্যাপী এ সমাবেশে গবেষণা প্রস্তাবনা প্রতিযোগিতা, গবেষণা কুইজ এবং আলোচনা সেশনের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীরা ছাড়াও দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরাও এতে অংশ নেন। মোট ১৩টি দল তাদের গবেষণা প্রস্তাবনা উপস্থাপন করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম। তিনি তার বক্তব্যে বলেন, "গবেষণার মাধ্যমেই একটি বিশ্ববিদ্যালয় প্রকৃত জ্ঞানচর্চার কেন্দ্র হয়ে উঠতে পারে। বারিশাল বিশ্ববিদ্যালয় এ ক্ষেত্রে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।" তিনি শিক্ষার্থীদের সুবিধার্থে আবাসিক হলে মোবাইল অ্যাপভিত্তিক ওয়াশিং মেশিন স্থাপনের ঘোষণাও দেন।

বিজ্ঞান অনুষদ বিভাগে প্রথম স্থান অর্জন করে 'হার্নেসিং জিআইএস ফর গ্রীন স্পেস ইভোলিউশন অফ বরিশাল সিটি, বাংলাদেশ ' শীর্ষক গবেষণা প্রস্তাবনা, দ্বিতীয় স্থান পায় 'ইমপ্রুভিং এক্সেস টু এফোরডেবল এন্ড সেইফ স্যানিলিটি প্যাডস ' শীর্ষক প্রস্তাবনা। তৃতীয় স্থান অর্জন করে দুটি প্রস্তাবনা - ফ্ল্যাক্সসিড-ড্রিভেন ওমেগা-থ্রি এনরিচমেন্ট ইন কোয়েল এগস, ইন্টেগ্রেটিং স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড জিও-কেমিক্যাল মডেলিং টু আইডেন্টিফাই গ্রাউন্ডওয়াটার কনটামিনেশন সোর্সেস।

সমাজবিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা অনুষদ বিভাগে প্রথম স্থান লাভ করে 'ল্যাঙ্গুয়েজ ডেথ, আইডেন্টিটি লস, অ্যান্ড মাইনরিটি মার্জিনালাইজেশন: অ্যা সোশিও-কালচারাল অ্যানালাইসিস অফ দ্য খাড়ি ল্যাঙ্গুয়েজ'স এনডেঞ্জারমেন্ট ইন বাংলাদেশ' শীর্ষক গবেষণা প্রস্তাবনা।

বিচারক প্যানেলে ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ খোরশেদ আলম, বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান ড. রেহানা পারভীন, উদ্ভিদবিদ্যা বিভাগের চেয়ারম্যান ড. সুব্রত কুমার দাস, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মাসুদ, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মাহিউদ্দিন সাব্বির এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সহযোগী অধ্যাপক রিফাত মাহমুদ।

বাংলাদেশ রিসার্চ সোসাইটি (বিইউআরএস) ও পিএসটিইউ রিসার্চ সোসাইটির সহযোগীতায় আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. হেনা রানী বিশ্বাস এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সহকারী অধ্যাপক হোসনেয়ারা দালিয়া।