দৈনিক আমারদেশ পত্রিকার সহযোগী সম্পাদক আলফাজ আনাম তার ফেসবুকে দেয়া স্ট্যাটাসে বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদের সহযোগী শাহবাগিরা নতুন রুপে ফিরে আসছে। আজ সন্ধ্যার ৬- ৭ জনের শাহবাগি দল হাসিনার বিচারিক হত্যাকান্ডের শিকার জামাত- বিএনপি নেতাদের ছবি সরানোর জন্য আন্দোলন করেছে। এ সময় টিএসসি এলাকায় ছিলাম। আমি সব সময় বলে আসছি ভারতের গোপন মদদপুষ্ট বামরা হচ্ছে বাংলাদেশের জাতীয় ঐক্য ও সংহতির ক্ষেত্রে বড় বাধাঁ। এরা আবার শাহবাগ ফিরে এনে ফ্যাসিস্টদের পুর্নবাসনের প্রাথমিক প্রকল্প হাতে নিয়েছে। ধীরে ধীরে এর ডালপালা গজাবে। কুখ্যাত নিপীড়ক সংগঠন মুক্তিযুদ্ধ মঞ্চের মতো আরো একটি সংগঠন গড়ে উঠেছে। শাহবাগ ফিরে আনার এই প্রচেষ্টা জাতিকে বিভেদ বিভাজনের দিকে ঠেলে দেবে।

দেখলাম জামাত নেতাদের সাথে সালাহ উদ্দিন কাদের চৌধুরীরর ছবি রাখায় শিবিরের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে ছাত্রদল। এই ছাত্রসংগঠনটির মগজ কোথায় বোঝা মুস্কিল। জামাত নেতারা গনহত্যাকারী হলে প্রথমে বিএনপিকে মাফ চাইতে হবে, এমনকি ক্ষমতার অংশীদার করার জন্য শাহবাগি আদালতে খালেদা জিয়াকে বিচারের মুখোমুখি হতে হবে। শাহ আজিজ, আব্দুর রহমান বিশ্বাস, আব্দুল আলীমদের রাজনৈতিক অধিকার দেয়ার জন্য বিএনপি কী বিচারের মুখোমুখি হতে প্রস্তুত আছে? এভাবে কী বিএনপি বা ছাত্রদল মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে চায় ? খালেদা জিয়া- জিয়াউর রহমানের বিচারের জন্য আরেকটি শাহবাগ গড়ে ‍উঠলে ছাত্রদল কি তাতে অংশ নেবে?