স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (আইবিজিই) বিভাগের উদ্যোগে মঙ্গলবার ‘এনডিএসইউ অয়েল সিড ব্রিডিং: হারনেসিং ইনোভেশন এন্ড কোলাবোরেটিভ স্ট্র্যাটেজিস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আইবিজিই এর পরিচালক অধ্যাপক শাহ মোহাম্মদ নাঈমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশ্বখ্যাত ক্যানোলা প্রজননবিদ এবং যুক্তরাষ্ট্রের নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটির (এনডিএসইউ) প্ল্যান্ট সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোখলেসুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (আইবিজিই) বিভাগের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ড. মো: তোফাজ্জল ইসলাম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন,পরিচালক,শিক্ষক, গবেষক এবং শিক্ষার্থীসহ ৫০ জনেরও অধিক প্রতিনিধি অংশ নেন।
মূল প্রবন্ধে অধ্যাপক ড. মোখলেসুর রহমান তৈলবীজ প্রজননের আধুনিক কৌশল, বিশেষ করে ক্যানোলা চাষে উদ্ভাবনী পদ্ধতি এবং আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটিতে পরিচালিত গবেষনা এবং বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করনে উচ্চফলনশীল তৈলবীজের ভূমিকা আলোচনা করেন। সেমিনার শেষে উপস্থিত শিক্ষক ও গবেষকদের সাথে প্রশ্নোত্তরপর্ব অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, অধ্যাপক রহমান এরআগেও ২০১৫ সালে এ বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনারে অংশ নিয়েছিলেন। অন্যদিকে ২০১৮ সালে অধ্যাপক ড. তোফাজ্জল ইসলামও নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটিতে একটি ফিরতি সফর করেন, যা দুইপ্রতিষ্ঠানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বৈজ্ঞানিক বিনিময়ের পথ সুগম করে।
অধ্যাপক মোখলেসুর রহমান আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন বিজ্ঞানী যার ৫০০ এর বেশী সাইটেশন এবং অসংখ্য উচ্চমানের গবেষনাপত্র রয়েছে। তার এই সফর বাংলাদেশ ও যুক্তরাস্ট্রের মধ্যে কৃষিগবেষনা ও উচ্চ শিক্ষার ক্ষেত্রে সহযোগিতার একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।