আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ফার্মেসি বিভাগের ৩১তম ও ৩২তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে দেশের শীর্ষস্থানীয় ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এ এক শিক্ষামূলক ইন্ডাস্ট্রিয়াল ভিজিট অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা এই শিক্ষামূলক ভিজিটে অংশ নেন। প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল খালেক এবং ফার্মেসি বিভাগের শিক্ষক মোঃ আহসান উল¬াহর সার্বিক তত্ত্বাবধানে ভিজিটটি সম্পন্ন হয়। ভিজিট চলাকালে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তিনির্ভর ঔষধ উৎপাদন প্রক্রিয়া, মান নিয়ন্ত্রণ ব্যবস্থা, গুণগত মান রক্ষা এবং ফার্মাসিউটিক্যাল শিল্পে আন্তর্জাতিক মানদন্ড অনুসরণের নানা দিক সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। তারা ঔষধ প্রস্তুতের প্রতিটি ধাপ, কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে ফাইনাল প্রোডাক্ট বাজারজাতকরণ পর্যন্ত পুরো কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করে। ফার্মেসি বিভাগের শিক্ষক মোঃ আহসান উল¬াহ জানান, ভবিষ্যৎ ফার্মাসিস্টদের দক্ষতা উন্নয়নে এ ধরনের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীরা শুধু পাঠ্যবইনির্ভর জ্ঞানেই সীমাবদ্ধ না থেকে ব্যবহারিক ক্ষেত্রেও নিজেদের যোগ্য করে তুলতে পারে। দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল খালেক শিক্ষার্থীদের ফার্মাসিউটিক্যাল শিল্পের বিভিন্ন বাস্তব চ্যালেঞ্জ ও সম্ভাবনার দিক সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, ফার্মেসি পেশাজীবীদের শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, বাস্তব অভিজ্ঞতাও অর্জন করা জরুরি। এ ধরনের ভিজিট তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারে ইতিবাচক প্রভাব ফেলবে। প্রেসবিজ্ঞপ্তি।