স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ ময়মনসিংহের নাসিরাবাদ কলেজ মিলনায়তনে ময়মনসিংহ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় বলেন, দেশের উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ইতোমধ্যেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক সংস্কারে যুগোপযোগী সিলেবাস প্রণয়ন, পরীক্ষার দ্রুত ফল প্রকাশ ও আইসিটি ও ইংরেজিতে দক্ষ কর্মমুখী জনবল তৈরি অন্যতম অগ্রাধিকার।
সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম সভাপতিত্ব করেন, বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ নূরুল ইসলাম ও ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মো. শহীদুল্লাহ। অধিভুক্ত কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ বিভিন্ন সমস্যা ও পরামর্শ তুলে ধরেন।
ড. আমানুল্লাহ বলেন, শিক্ষায় সরকারি বরাদ্দ স্বল্প, তাই প্রাক্তন শিক্ষার্থী ও সমাজের সহায়তায় বিনিয়োগ বাড়াতে হবে। তিনি আরও জানান, ময়মনসিংহে আঞ্চলিক কেন্দ্র, শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র ও আলাদা পরীক্ষা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সভায় জুলাই মাসের অভ্যুত্থানে নিহত নাসিরাবাদ কলেজের ছাত্র শহীদ সাগরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।