মাহারাত মডেল মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ৮:৩০ টায় মাহারাত মডেল মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান উত্তরা, ফ্যান্টাসি আইল্যান্ড-এ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. শামসুল আলম, মাননীয় ভাইস চ্যান্সেলর, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা। তিনি তার বক্তৃতায় শিক্ষার্থীদের প্রতি উৎসাহ প্রদান করেন এবং তাদের মেধার বিকাশে সহায়তার জন্য শিক্ষকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. আইউব হোসেন, রেজিস্ট্রার, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা, সাউথইসট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ মো. ফাখরুদ্দিন চৌধুরী এবং শায়খ মাওলানা মুহাম্মদ সানাউল্লাহ আযহারী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জনাব মোঃ আলিমুজ্জামান আল-মাদানী।

ড. মো. নুরুল্লাহ, চেয়ারম্যান, মাহারাত মডেল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকংখীসহ প্রায় ৯০০ ডেলিগেট উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যাবলি পরিচালনা করা শিক্ষা কার্যক্রমের একটি অত্যাবাশ্যকীয় অনুষঙ্গ। মাহারাত মাদ্রাসা সে কাজটি সফলভাবে সম্পন্ন করে যাচ্ছে বলে আমার মনে হয়েছে। ইসলামী শিক্ষার মাধ্যমে যে সৎ নাগরিক তৈরি হচ্ছে তাদের মাধ্যমেই নতুন বাংলাদেশ উপহার দেয়া সম্ভব হবে বলে আমি মনে করি।

প্রধান আলোচক বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য একদল আল্লাহ ভিরু দেশপ্রেমিক নাগরিক গঠন করা প্রয়োজন। মাদ্রাসা শিক্ষা সে ধরণের নাগরিক গঠনে কাজ করছে। তাই, এ শিক্ষার সম্প্রসারণে সরকার আরো বেশি সচেষ্ট হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে ৩৫০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।