DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

শিক্ষাঙ্গন

রাঙ্গুনিয়ায় প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে স্কুল ত্যাগে বাধ্য করা হয় আ’লীগ নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষককে একাধিকবার লাঞ্চিত করে জোরপূর্বক অব্যাহতিপত্রে স্বাক্ষর নিয়ে স্কুল ত্যাগে বাধ্য করার অভিযোগ উঠেছে। এই ঘটনার দুই বছর পর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের

উপজেলা সংবাদদাতা
Printed Edition
Default Image - DS

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষককে একাধিকবার লাঞ্চিত করে জোরপূর্বক অব্যাহতিপত্রে স্বাক্ষর নিয়ে স্কুল ত্যাগে বাধ্য করার অভিযোগ উঠেছে। এই ঘটনার দুই বছর পর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ৬ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করেছে ভুক্তভোগী স্কুল শিক্ষক আলমগীর হোসেন। সোমবার (৩ মার্চ) বিকালে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত- ৪ এ ফৌজদারী অভিযোগ করেন তিনি।

মামলায় বিবাদীরা হলেন স্কুলটির পরিচালনা কমিটিন সাবেক সভাপতি জসিম উদ্দিন তালুকদার (৫৫), বর্তমান স্কুলের সহকারী প্রধান শিক্ষক হারুন অর রশিদ তালুকদার (৫৫), স্থানীয় গিয়াস উদ্দিন শওকত (৫০), খোরশেদ আলম (৪৮), আবদুল্লাহ আল মামুন (৪৫), মীর গোলাম মোস্তফা বাবুল (৫৫)। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে বিবাদী করা হয়েছে। তারা সবাই আওয়ামীলীগের বিভিন্ন স্তরের দায়িত্বে রয়েছেন বলে তিনি জানান।

মামলার এজহার ও ভুক্তভোগী আলমগীর হোসেনের সাথে কথা বলে জানা যায়, তিনি হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ড. শহীদুল্লাহ একাডেমি’র প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। ২০১৫ সাল থেকে দীর্ঘ প্রায় ৯ বছর ধরে উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে কর্মরত ছিলেন। তাঁর অভিযোগ, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও বিদ্যালয়ের সভাপতি জসিম উদ্দিন তালুকদার তার পছন্দের লোক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন অর রশিদকে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেয়া।

২০২১ সালের ২ জানুয়ারি জসিম উদ্দিন তালুকদার ও হারুন অর রশিদ তালুকদার এর নির্দেশে আবদুল্লাহ আল মামুন, গিয়াস উদ্দিন শওকত, খোরশেদ আলম ভুক্তভোগী আলমগীর হোসেনকে স্কুলের একটি কক্ষে শারীরিকভাবে লাঞ্ছিত করে। ভয় দেখিয়ে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করে নেয়। তারা হারুন অর রশিদ তালুকদারসহ জসিম উদ্দিন তালুকদার কয়েকবার বিদ্যালয়ের চাকরি ছেড়ে চলে যাওয়ার আল্টিমেটাম দেয়। সেই সময় সন্ত্রাসী লেলিয়ে দেয়া ও প্রশাসনিক কাজে বাধা দিয়েছেন তিনি। পরের ঘটনা ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি সন্ধ্যার পর বিদ্যালয়ে ডেকে নিয়ে সন্ত্রাসী কায়দায় একটি কক্ষে দরজা-জানালা বন্ধ করে ভয়-ভীতি দেখিয়ে গিয়াস উদ্দিন শওকত, আবদুল্লাহ আল মামুন, খোরশেদ আলম, মীর গোলাম মোস্তফা বাবুল দ্বিতীয় বার অব্যাহতি পত্রে স্বাক্ষর করিয়ে নেয়। দুইবারের ঘটনাই উপজেলা নির্বাহী অফিসার ও রাঙ্গুনিয়া থানায় অভিযোগ করা হয়।

কিন্তু দুঃখের বিষয় রাঙ্গুনিয়া থানায় কোনো জিডি, মামলা এমনকি অভিযোগের কোনো রিসিভিং কপিও দিতে অপারগণা প্রকাশ করেন।

তিনি আরো বলেন, জসিম উদ্দিন তালুকদার, সাবেক তথ্যমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিদ্যালয়ে নানা অনিয়ম-দুর্নীতি করে। বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক বেতনে সত্তরোর্ধ বয়সের তাহার আত্মীয় রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দিয়েছেন, যিনি এখনো বহাল তবিয়তে বিদ্যালয়ে চাকরি করছেন। তিনি ওই সময় শারিরীক ও মানসিক নির্যাতনের বিচার চান।

মামলার স্যুতা নিশ্চিত করে বাদীর অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন মুঠোফোনে জানান,” মামলাটি পিবিআইকে তদন্তের জন্য দিয়েছে আদালত। আগামী ৭ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য্য করা হয়েছে।