ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে নবনিযুক্ত ও পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহিদ আবু সাঈদ প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন সভার সভাপতিত্ব করেন।
সভায় ভিসি নবনিযুক্ত ও পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের অভিনন্দন জানিয়ে বলেন, ডুয়েটের গৌরব ও সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে প্রত্যেক শিক্ষককে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে হবে। তিনি একনেকে অনুমোদিত এম-ডুয়েট প্রকল্প, আর্কিটেকচার বিভাগের আইএবি কর্তৃক অ্যাক্রেডিটেশন অর্জন, একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড, ইউজিসির হিট প্রকল্প এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের লক্ষ্যে আয়োজিত জব ফেয়ারের কথা উল্লেখ করে বলেন, এগুলো ডুয়েটের উন্নয়ন ও আন্তর্জাতিক মানে পৌঁছানোর প্রমাণ। তিনি আরও বলেন, একজন শিক্ষক কেবল পাঠদান করেন না, তিনি জ্ঞান সৃষ্টি ও বিতরণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন নির্মাণ করেন। তাই সততা, নৈতিকতা ও দায়িত্ববোধকে সঙ্গী করে একাডেমিক উৎকর্ষ অর্জনে নিরলসভাবে কাজ করতে হবে। সভায় প্রোভিসি অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার নবনিযুক্ত ও পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষা ও গবেষণায় ডুয়েটকে অগ্রগামী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।