জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) Bangladesh History and Archaeology Research Society -BHARS নামে ইতিহাস ও প্রত্নতত্ত্ব গবেষণা সোসাইটি-এর আত্মপ্রকাশ ও আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ ও তার সহকর্মীদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (০৫ মে) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অধ্যাপক আরেফিনা বেগম এর সঞ্চালনায় ও অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ বলেন, ‘আমরা বিভিন্ন সময়ের ঢাকা শহর নিয়ে গবেষণা করছি। এগুলোর সমন্বয় করে একটি পূর্ণাঙ্গ ঢাকা তৈরির পরিকল্পনা আছে। আমরা সাধারণ মানুষের প্রয়োজনীয় চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করে যাচ্ছি। গবেষকদের সহায়তা করার লোকের অভাব। গবেষকদের সহায়তার জন্যই আমাদের এই উদ্যোগ।’
জাবি ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘ইতিহাস লেখার চেয়ে, চর্চা করা অতীব জরুরি। খুব কম পড়ার মাধ্যমে সঠিক তথ্য দেওয়াটা আমাদের দায়িত্ব। অথচ অনেকেই ভুল ন্যারেটিভ তৈরি করে মানুষকে বিভ্রান্ত করছে। আমি আশা করি, ইতিহাস বিকৃতির এই বন্যায় আজকের আত্মপ্রকাশ করা সংগঠনটি সঠিক ধারায় ইতিহাস বর্ণনা করার নেতৃত্ব দেবে।