মুন্সীগঞ্জ উন্নয়ন সোসাইটি কর্তৃক আয়োজিত পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের সনদ বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ ডিসেম্বর সকাল ১০টায় গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইক্বরা মডেল একাডেমীতে অনুষ্ঠিত হয়। মুন্সীগঞ্জ উন্নয়ন সোসাইটি গজারিয়া উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা নুরে আলম এর সভাপতিত্বে, ইক্বরা মডেল একাডেমীর প্রধান শিক্ষক এম এ তুহিন এর সঞ্চাললনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক চেয়ারম্যান ও বিজ্ঞান অনুষদের সাবেক ডিন প্রফেসর মো. আবু ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ উন্নয়ন সোসাইটির উপদেষ্টা মো.শাহজাহান সরকার, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি জনাব মো. সুরুজ মাস্টার, গজারিয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মো. ফজলুল হক নয়ন, গজারিয়া উপজেলা সেকেন্ডারি প্রাইভেট স্কুল এসোসিয়েশন এর সভাপতি জনাব কামরুজ্জামান রাসেল। এছাড়াও উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষাঙ্গন
মুন্সীগঞ্জ উন্নয়ন সোসাইটির বৃত্তি পরীক্ষা উত্তীর্ণদের সনদ বিতরণ ও সংবর্ধনা
মুন্সীগঞ্জ উন্নয়ন সোসাইটি কর্তৃক আয়োজিত পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের সনদ বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ ডিসেম্বর সকাল ১০টায় গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান
Printed Edition