হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০২৫-এ বিজয়ী হয়েছেন চট্টগ্রামের হাটহাজারীর দুই কৃতী শিক্ষার্থী। শহিদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত হয়েছেন ফারহাজ বিন নূর নিশান এবং মাস্টারদা সূর্যসেন হল সংসদে একই পদে জয় পেয়েছেন মো. রিয়াজ উদ্দীন সাকিব। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হাটহাজারীর শিক্ষার্থীদের সংগঠন ‘আলাওল’-এর বর্তমান কার্যনির্বাহী কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন নিশান, আর সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন সাকিব।
নিশানের বাড়ি হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নে। তিনি মির্জাপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগে অধ্যয়নরত।
অন্যদিকে, সাকিবের বাড়ি হাটহাজারী উপজেলার ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়নে। তিনি দক্ষিণ মাদার্শা শ্যামা সুন্দরী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং কুয়াইশ সিটি করপোরেশন কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে পড়াশোনা করছেন। তাদের এই সাফল্যে ঢাকার ক্যাম্পাস ছাড়াও নিজ উপজেলা হাটহাজারীতে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।