ছয় দফা দাবির বাস্তবায়নের দাবিতে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শহরের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে স্লোগানে মুখর হয়ে ওঠে পটুয়াখালী। শিক্ষার্থীরা বলেছে-দাবি না মানলে আন্দোলন আরও জোরদার হবে।

রোববার সকালে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয় শহীদ হৃদয় তরুয়া চত্বরে। পরে সেখানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী মোঃ ইভান, ঊর্মি মীম, আশরাফুল আলম মিরাজ, মোঃ ইমনসহ অনেকে।

মোঃ ইভান বলেন, ‘আমরা মানসম্মত শিক্ষা চাই, শিল্প প্রশিক্ষণের নিশ্চয়তা চাই। এসব না থাকলে চাকরির বাজারে টিকে থাকা কঠিন। তাই আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।’

ঊর্মি মীম বলেন, ‘ল্যাব সরঞ্জামের অভাবে আমরা সঠিকভাবে প্র্যাকটিক্যাল শিখতে পারছি না। একজন শিক্ষার্থী হিসেবে এটা অত্যন্ত হতাশাজনক।’

আশরাফুল আলম মিরাজ বলেন, “ক্রাফট ইন্সট্রাকটর নিয়োগ বাতিলসহ ছয় দফা দাবি বাস্তবায়নে যদি সরকার এখনই পদক্ষেপ না নেয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাবো।”

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে সড়ক অবরোধ করেন। প্ল্যাকার্ড হাতে তারা ‘ছয় দফা মানতে হবে’, ‘আমরা ন্যায্য অধিকার চাই’সহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

উল্লেখ্য, সারাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থীরা একই দাবিতে একযোগে আন্দোলন করছে।