চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় চাকসু ভবনে এই কার্যক্রম শুরু হয়। প্রার্থীরা আগামী মঙ্গলবার বিকেল সাড়ে তিনটা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন এবং বুধবার বিকেল সাড়ে তিনটা পর্যন্ত জমা দেওয়ার সুযোগ পাবেন।
এদিকে, চাকসু নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নতুন করে ১ হাজার ৭৬৮ জন শিক্ষার্থী যুক্ত হওয়ায় মোট ভোটার সংখ্যা এখন ২৭ হাজার ৬৩৪ জন। তবে, কমিশন এখনও ছাত্র ও ছাত্রীর আলাদা তালিকা দিতে পারেনি। নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম আরিফুল হক সিদ্দিকী জানিয়েছেন, আগামী এক-দুই দিনের মধ্যে এই তালিকা প্রকাশ করা হবে।
এবারের নির্বাচনে স্নাতক ও স্নাতকোত্তরের পাশাপাশি এমফিল ও পিএইচডি শিক্ষার্থীরাও প্রার্থী হতে পারবেন। তবে, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সব প্রার্থীকে অবশ্যই ডোপ টেস্টের (মাদক পরীক্ষা) রিপোর্ট জমা দিতে হবে। এই পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নির্ধারিত ফি দিয়ে সম্পন্ন করতে হবে। মনোনয়নপত্র নেওয়া বা জমা দেওয়ার সময় কোনো প্রার্থীর সঙ্গে পাঁচজনের বেশি সমর্থক থাকতে পারবেন না।
নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম আশরাফুল হক সিদ্দিকী জানান, কেন্দ্রীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্রের ফি ৩০০ টাকা এবং হল সংসদের জন্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহের সময় শিক্ষার্থীদের চূড়ান্ত ভোটার তালিকার প্রমাণ এবং আইডি নম্বর অনলাইনে যাচাই করে পরিচয়পত্র দেখিয়ে নিতে হবে। জমা দেওয়ার সময় প্রার্থীর পরিচয়পত্র, ছবি এবং ডোপ টেস্টের ফলাফল আবশ্যক। বিস্তারিত তথ্য মনোনয়নপত্রে উল্লেখ থাকবে।
উল্লেখ্য, দীর্ঘ প্রায় তিন যুগ পর গত ২৮ আগস্ট চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এরপর ৩০ ও ৩১ সেপ্টেম্বর স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের কারণে কিছুটা স্থবিরতা এলেও, মনোনয়নপত্র বিতরণের মাধ্যমে আবারও নির্বাচনের আমেজ ফিরে এসেছে। তফসিল অনুযায়ী, প্রার্থীদের প্রাথমিক তালিকা ২১ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর এবং চূড়ান্ত তালিকা ২৫ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মতোই ওএমআর পদ্ধতিতে ভোট দেবেন।