মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আইন বিভাগের উদ্যোগে এবং এমআইইউ মুট কোর্ট সোসাইটির (এমআইইউএমসিএস) আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতা। এতে আইন বিভাগের বিভিন্ন ব্যাচের ছাত্রছাত্রীরা অংশ নেন।
গত সোমবার আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ নেয়া ছাত্রছাত্রীরা যুক্তির লড়াইয়ে নিজেদের মেধা ও যুক্তিবোধ প্রদর্শন করেন। শিক্ষার্থীদের মাঝে আইনি বিশ্লেষণ, যুক্তি উপস্থাপন ও পাবলিক স্পিকিংয়ে দক্ষতা বৃদ্ধিতে সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সকালে দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন আইন বিভাগের প্রধান আব্দুল্লাহ হিল গনি। পরে প্রতিযোগীদের ১৬টি দলে ভাগ করে সমসাময়িক বিভিন্ন বিষয়ের ওপর প্রতিযোগিতা আয়োজন করা হয়। বিকালে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের আয়োজন করা হয়। চূড়ান্ত পর্বে বিজয়ী ও রানার আপ দলের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আইন বিভাগের প্রধান আব্দুল্লাহিল গনি, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও জনপ্রিয় বক্তা আল মামুন রাসেল, বিউবিটির ল' অ্যান্ড জাস্টিস বিভাগের শিক্ষক রাজিব মন্ডল, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের সহকারী অধ্যাপক ব্যারিস্টার তাসনিম ফেরদৌস, লেকচারার সুমাইয়া ইসলাম, শাহরিয়ার বিন ওয়ারেস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।