রাঙ্গুনিয়া উপজেলায় দক্ষিণ রাঙ্গুনিয়ার শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় শিক্ষক মোহাম্মদ শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধান ও ম্যানেজিং কমিটির সভাপতিদের সম্মাননা ও তাদের নিয়ে মতবিনিময় সভা গত শনিবার সকালে অধ্যক্ষের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি কাজী মুহাম্মদ এরফানুল হক। প্রধান অতিথি ছিলেন পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম। গেস্ট অব অনার ছিলেন আমানা গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ ফজলুল করিম।
স্বাগত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রঞ্জন কুমার দাশ ও রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আলাউদ্দিন
ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক নুরুল বশর রাসেল’র সঞ্চালনায় বিভিন্ন স্কুলের সভাপতিদের মধ্যে বক্তব্য দেন আরিফুল হাছান চৌধুরী মুরাদ, জান্নাতুল নাঈম, আবদুল হামিদ, নাসিম উদ্দিন সিকদার। প্রধান শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন মনতুষ শীল, মোহাম্মদ আবু বকর, নুরুল আকতার, জাবেদ হোসেন তালুকদার, অঞ্জন বৈদ্য। শিক্ষকমণ্ডলিদের মধ্যে বক্তব্য দেন মাওলানা শওকত হোসেন, মাসুদুর রহমান, আবদুল আজিজ, তপন কান্তি দে, আবদুল মান্নান চৌধুরী প্রমুখ।
শেষে অতিথিরা শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিশিষ্টজনকে সম্মাননা স্মারক তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।