চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ( চাকসু) ভিপি মোঃ ইব্রাহিম হোসেন রনি বলেছেন, এ বিজয় চাকসু বা আমার নয় এ বিজয় তাদের যারা এই দেশ বিনির্মানে শহীদ, আহত হয়েছেন তাদের সবার। এই আত্মত্যাগ তখনই সফল হবে যখন দেশটাকে সুন্দর সঠিকভাবে সমৃদ্ধশালী হিসেবে গড়তে পারবো। তরুণ সমাজকে সেই সোনালী সমাজ গড়ার স্বপ্ন দেখতে হবে।
আজ শনিবার (১৫ নভেম্বর) বিকেলে বাগাতিপাড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে রনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ যদি আবারো ফ্যাসিবাদী হয়ে ফিরতে চায় তাদেরকেও ফ্যাসিবাদী কায়দায় প্রতিহত করা হবে। দেশের জনগণ আর কখনো তাদেরকে গ্রহণ করবে না। তারা গুম খুন হত্যা ও দুর্নীতি করে দেশটাকে ধ্বংস করে দিয়েছে।
অতীতে যাঁরা ক্ষমতায় ছিল তাদেরকে লক্ষ করে বলেন, নাটোরে বিশ্ববিদ্যালয় না থাকায় সকল ছাত্র-ছাত্রীদেরকে ৭০০ কিলোমিটার দূরে লেখাপড়া করতে যেতে হয় কেন?
ভিপি রনি বলেন, বাগাতিপাড়ায় তিনটা রেলস্টেশন থাকার পরও আন্তঃনগর কোন ট্রেন থামেনা। এই উপজেলার জনগণ ঢাকায় যেতে চাইলে সবাইকে নাটোর ষ্টেশনে যেতে হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য জেলা আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জামায়াত মনোনীত লালপুর- বাগাতিপাড়া -১ আসনে এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
বাগাতিপাড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা এ কে এম আফজাল হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী জাকির হোসেন মাষ্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত বড়াইগ্রাম - গুরুদাসপুর -৪ আসনে এমপি প্রার্থী আব্দুল হাকিম ও সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ জাহিদ হাসান, ডাঃ ফেরদৌস মাহমুদ ও বাগাতিপাড়া উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মিঠু সরকার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।
অনুষ্ঠান শেষে সন্ধ্যার পর রাজশাহী প্রত্যয় শিল্প গোষ্ঠী ইসলামী মনোজ্ঞ সংস্কৃতি পরিবেশন করেন।