বাংলাদেশের সনাতন সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ডাকসুর নবনির্বাচিত (জিএস) সাধারণ সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছাবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসবই নয়, এটি সনাতনী সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশও। আমরা বিশ্বাস করি, এই উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সহাবস্থানের চেতনা আরও শক্তিশালী করবে এবং একটি শান্তিপূর্ণ, বৈচিত্র্যময় ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে অনুপ্রেরণা জোগাবে।