স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) প্রোগ্রামের ২৩২ টার্মের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক, মো. হাবিবুল্যাহ মাহামুদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসসি ইন সিএসই প্রোগ্রামের ১ম বর্ষ ২য় সেমিস্টার, ২য় বর্ষ ২য় সেমিস্টার, ৩য় বর্ষ ২য় সেমিস্টার এবং ৪র্থ বর্ষ ২য় সেমিস্টারের পরীক্ষা আগামী ২ জানুয়ারি ২০২৬ তারিখ শুক্রবার থেকে শুরু হবে এবং নির্ধারিত সূচি অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে শেষ হবে। পরীক্ষার কেন্দ্র, সময়সূচি, আসন বিন্যাস ও অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.bou.ac.bd থেকে জানা যাবে।
এ বিষয়ে তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক, মোঃ খালেকুজ্জামান খান। তিনি বলেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে এবং পরীক্ষার্থীদের নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অনুসরণ করার অনুরোধ জানান।