বর্তমান শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নের জন্য জিডিপির অন্তত পাঁচ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ করা প্রয়োজন বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেন, বর্তমান বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ মাত্র এক দশমিক সাত এক শতাংশ, যা দিয়ে মানসম্মত শিক্ষা ও দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।
সোমবার (৬ অক্টোবর) রাজধানীর মগবাজারে দৈনিক শিক্ষাডটকম কার্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে এডুকেশন রিফরম ইনিশিয়েটিভ (ইআরআই) আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ভিসি বলেন, “রাষ্ট্র শিক্ষাখাতকে গুরুত্ব না দেয়ায় শিক্ষকদের মর্যাদা কমে গেছে। জাতীয় বিশ্ববিদ্যালয় এ অবস্থা পরিবর্তনে কাজ করছে।তিনি জানান, অধিভুক্ত কলেজগুলোর পরিচালনা পর্ষদে শিক্ষকদের ভূমিকা বাড়ানো, প্রশিক্ষণ জোরদার, গবেষণাগার স্থাপন ও শিক্ষকদের গবেষণায় উৎসাহ দিতে প্রণোদনা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। তিনি আরও বলেন, স্নাতক, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পাঠ্যক্রমে সংস্কার চলছে, যেখানে আইসিটি ও ইংরেজি বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষা কমিশন গঠনেরও আহ্বান জানান তিনি।
সেমিনারে সভাপতিত্ব করেন ইআরআই চেয়ারম্যান ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ ড. সদরুদ্দিন আহমদ, অধ্যক্ষ পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মাজহারুল হান্নান ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামশেদ আলম। সাবেক প্রতিমন্ত্রী মিলন জানান, ইআরআই শিক্ষাখাতের সার্বিক সংস্কারে কাজ করছে এবং শিক্ষকদের মতামতের ভিত্তিতে তৈরি সুপারিশ ভবিষ্যত সরকারের কাছে পেশ করা হবে। সেমিনারে দেশজুড়ে প্রাথমিক থেকে কলেজ পর্যায়ের শিক্ষকরা অংশ নিয়ে শিক্ষা খাতে বৈষম্য ও অব্যবস্থার অবসান চেয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান।