খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আইন ডিসিপ্লিনের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব হাসান। ক্যাম্পাসের নানামুখী কর্মকান্ডে সরব রাকিব এখন অনেকটাই নীরব। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর বোন ম্যারো ড্যামেজ (অস্থিমজ্জা বিকল হওয়া) ব্লাড ক্যান্সার ধরা পড়েছে । এ অবস্থায় অস্থিমজ্জা প্রতিস্থাপনে প্রায় ৫০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু অর্থাভাবে তাঁর চিকিৎসা সম্ভব হচ্ছে না।

ঝিনাইদাহ বাসিন্দা রাকিবের বাবা বয়সের ভারে কর্মক্ষম নন। বড় ভাই তাদের পরিবারের একমাত্র আয়ের উৎস। নিজেদের জমি বিক্রি করে ব্যয়বহুল চিকিৎসা করাতে গিয়ে তাঁদের পরিবার প্রায় নিঃস্ব। চিকিৎসার খরচ জোগাতে পারলেই সেরে উঠবেন সদা হাস্যোজ্জ্বল রাকিব। তাই তাঁর পরিবার ও সহপাঠীরা বিত্তশালীদের কাছে সাহায্যের আবেদন করেছেন।

রাকিব হাসান বলেন, ‘জানতে পারলাম আমার অস্থিমজ্জা বিকল হয়ে গেছে। অস্থিমজ্জা প্রতিস্থাপন না করা গেলে আমি বাঁচবো না। একজন ক্যান্সার পেশেন্টের MRD শতাংশ থাকা উচিত ০.১শতাংশ, আমার রিপোর্টে এসেছে ৭.৭৯শতাংশ, মানে ৭০০ গুন বেশি। এমতাবস্থায় আমার চিকিৎসার জন্য প্রায় ৩০-৩৫ লাখ টাকা প্রয়োজন। এই পরিস্থিতি সামাল দেওয়া এবং এতটাকা ম্যানেজ করা কিভাবে সম্ভব আমি জানিনা। আপনাদের কাছে আগে শুধু দোয়া চেয়েছি, এখন আমার দোয়ার সাথে সাহায্যও প্রয়োজন।

রাকিবের সহপাঠী তৌসিফ অনিক বলেন, ‘আমাদের বন্ধু রাকিব খুবই বিনয়ী। সবার বিপদে-আপদে পাশে দাঁড়াত। রাকিবের অস্থিমজ্জা বিকল হয়ে গেছে, ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। ওর পরিবারের পক্ষে প্রায় ৫০ লক্ষ টাকা জোগাড় করা সম্ভব নয়। কিন্তু আমরা সবাই মিলে এগিয়ে এলে হয়তো রাকিব আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। সবার কাছে অনুরোধ, যায় যার জায়গা থেকে এগিয়ে আসুন।’

রাকিবের জন্য সাহায্য পাঠাতে—Bkash: 01729408713 Md. Ataullah. Rocket: 016251534415 Tawsif Anik Nagad: 01766225186 Sujan Das. Bank: Account Holder: 18 Batch, Law Discipline, Khulna University Account No. 0200024005564 Branch: Agrani Bank, Khulna University Branch Routing No. 010471690