আবু উবাইদা, ববি প্রতিনিধি : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে আগামী ৬ (ছয়) মাসের জন্য একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়।
নবগঠিত এই কমিটিতে মো. শাহেদ হোসেনকে আহ্বায়ক এবং সিরাজুল ইসলামকে সদস্য-সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সাইদুল ইসলাম ও মো. আলিমউদ্দীন। এছাড়া সিনিয়র যুগ্ম সদস্য-সচিব হিসেবে মো. আলিম রেজা ও মো. জিসান হোসেনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে মুখ্য সংগঠক হিসেবে মো. মোমিনুল ইসলাম রানা এবং মুখপাত্র হিসেবে জিয়াদ হাসান জীম দায়িত্ব পালন করবেন।
সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন যে, এই নতুন কমিটি ছয় মাস বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং বৈষম্যহীন ক্যাম্পাস গড়তে অগ্রণী ভূমিকা পালন করবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, একঝাঁক উদ্যমী শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত এই কমিটি বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে নিবেদিতভাবে কাজ করে যাবে।
সদস্য-সচিব সিরাজুল ইসলাম বলেন, "মহান আল্লাহর প্রতি শুকরিয়া। সহযোদ্ধাদের অক্লান্ত পরিশ্রমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। আমরা অতীতের ভুল/ অপূর্ণতা থেকে শিক্ষা নিয়ে ক্যাম্পাসের ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। শিক্ষার্থী ও জাতীয় স্বার্থ রক্ষায় এবং জুলাই বিপ্লবের অসম্পূর্ণ লক্ষ্য অর্জনে আমরা সর্বদা রাজপথে প্রস্তুত থাকব ইনশাআল্লাহ ।"