সিলেট শিক্ষাবোর্ডের সচিব পদে অধ্যাপক চৌধুরী মামুন আকবরকে পুনর্বহাল করা হয়েছে। গত বৃহস্পতিবার শিক্ষা সিলেট শিক্ষাবোর্ডের সচিব মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, সরকারি কলেজ শাখা-২ এর উপ-সচিব মো: আব্দুল কুদ্দুস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আগামী ২১ আগস্ট বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে স্ব স্ব কর্মস্থলে যোগদানের নির্দেশ প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ২ জুন ২০২৫ তারিখের ৩৭.০০.০০০০.০৯০.০২. ০০৫.২০২৫-২২০ সংখ্যক প্রজ্ঞাপনের ১৪ নং ক্রমিকে উল্লেখিত চৌধুরী মামুন আকবর (১২১৩৭) সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, সিলেট (প্রেষণে) এবং উক্ত প্রজ্ঞাপনের ১৫-এ বর্ণিত মো: তারিকুল ইসলাম (৪২৪৩) অধ্যাপক, ইংরেজি, উপাধ্যক্ষ, বিয়ানীবাজার সরকারি কলেজ, সিলেট-এর বদলি/পদায়ন সংক্রান্ত সংশ্লিষ্ট আদেশের সংশ্লিষ্ট অংশটুকু প্রশাসনিক কারণে বাতিল করা হলো। বর্ণিত কর্মকর্তাগণ আগামী ২১ আগস্ট তারিখের মধ্যে কর্মস্থল হতে অবমুক্ত হবেন।

অধ্যাপক চৌধুরী মামুন আকবর তার বর্ণাঢ্য কর্মজীবনে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ, সিলেট সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন সরকারি কলেজে অর্থনীতির শিক্ষক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ তিনি সিলেট বিভাগের একমাত্র সরকারি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। চৌধুরী আকবর মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার দরগাহপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম চৌধুরী গোলাম আকবর সাহিত্যভূষণ ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোক সাহিত্য সংগ্রাহক ও গবেষক। তিনি বাংলা একাডেমি সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হন। তার সহোদর সাবেক জেলা রেজিস্ট্রার চৌধুরী হারুন আকবরও একজন খ্যাতিমান সাহিত্যিক হিসেবে পরিচিত ছিলেন।