জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা শিবিরের উদ্যোগে দিনব্যাপী প্রকাশনা উৎসব-২০২৬ আয়োজিত। ইংরেজি নববর্ষের এ উৎসবের উদ্বোধন করেন শাখা শিবিরের সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা অনুষদের সামনে এ প্রকাশনা উৎসবের স্টল করা হয়। স্টলে শিবিরের বিভিন্ন বইয়ের পাশাপাশি স্টিকার, লিফলেট, ক্যালেন্ডার ও জুলাই আন্দোলন বিষয়ক ম্যাগাজিন রয়েছে। এছাড়াও তারা গণ ভোটের "হ্যাঁ" ভোট ক্যাম্পেইন করেছে।

এসময় শাখা শিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, জাহেলিয়াতের চ্যালেঞ্জ মোকাবিলা এবং শিক্ষা ও সংস্কৃতির উৎকর্ষ সাধনের লক্ষ্যে ছাত্রশিবিরের ঐতিহ্যের আলোকে এ বছরেও বার্ষিক প্রকাশনা প্রকাশিত হয়েছে। তরুণ ছাত্র সমাজের নিকট হেরার আলো পৌঁছে দিতে, শিক্ষাঙ্গণ গুলোকে জুলাইয়ের স্পিরিটের আলোকে সাজাতে আমাদের আজকের এ আয়োজন। ইসলামি ছাত্রশিবির কেবল একটি ছাত্রসংগঠন নয় এটি একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠানও বটে। এই সংগঠন সাধারণ  শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন, মানোন্নয়ন এবং প্রচলিত শিক্ষার সীমানা ছাড়িয়ে জ্ঞানের এক বিস্তৃত জগতের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেয়।এছাড়াও আমরা গণ ভোটের হ্যাঁ ক্যাম্পেইনও করতেছি।  

প্রকাশনা উৎসবে আসা জাকসুর এজিএস(নারী) আয়েশা সিদ্দিকী মেঘলা বলেন,  ছাত্রশিবিরের শিক্ষা, বুদ্ধিভিত্তিক ও ক্যারিয়ারমূলক কার্যক্রম আয়োজন করছে, তা সত্যি প্রশংসার দাবিদার। বাংলাদেশের সব ছাত্র সংগঠনগুলোর উচিত এ ধরনের প্রোগ্রাম বাস্তবায়ন করা।

প্রকাশনা দেখতে আসা জাকসুর কার্যকরী সদস্য নাবিলা বিনতে হারুন বলেন, “বিগত ফ্যাসিস্ট আমালে ছাত্র রাজনীতি বলতে শুধুু পেশি শক্তির রাজনীতিই দেখেছি। কোনো গঠনমুলক ও ছাত্রকল্যানমূলক রাজনীতি দেখতে পাইনি। আমরা চাই ছাত্রদল, ছাত্রশক্তিসহ অন্য ছাত্র সংগঠনগুলো শিক্ষার্থীদের মেধাবিকাশে শিক্ষাঙ্গনে ভিন্নধর্মী কাজ করবে।