DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

শিক্ষাঙ্গন

বাউবিকে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে - বাউবি উপাচার্য

'শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। তাঁরা দেশ ও জাতির আশা আকাঙ্কার প্রতীক।'

bou-vc

স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের “একাডেমিক কার্যক্রম বাস্তবায়নের সমস্যা পর্যালোচনা ও সমাধানের কৌশল নির্ধারণ” শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা বুধবার (১৯ ফেব্রুয়ারি ) বাউবির কেন্দ্রীয় সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রের লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হয়।

কর্মশালার প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। তাঁরা দেশ ও জাতির আশা আকাঙ্কার প্রতীক। মাতৃভূমিকে ভালোবেসে নীতি ও আদর্শকে সমুন্নত রেখে বাউবি পরিবারের সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ার সহযোগিতার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানাচ্ছি।” তিনি আরো জানান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ব্যাপারে তিনি আশাবাদী।

বিভিন্ন স্কুলের ডীন ও শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে, তা সমাধানের কৌশল নির্ধারণের জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রদান করেন। ভিসি মনোযোগ সহকারে তাঁদের বক্তব্য শোনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, “বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ‘স্কুল অব ল’ পুনরায় চালু করার ব্যবস্থা নেয়া হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস পিএইচডি এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি (শিক্ষ) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন এবং ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম। কর্মশালাটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মহাঃ শফিকুল আলম।

বাউবির প্রশাসন বিভাগের প্রশিক্ষণ ও গবেষণা শাখা আয়োজিত এ কর্মশালায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ১৩২ জন শিক্ষক অংশগ্রহণ করেন।