ইঞ্জিনিয়ারিং পেশায় সরকারি চাকরিতে যোগ্যতার ভিত্তিতে ৯ম ও ১০ম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারদের অধিকার রক্ষা ও বৈষম্য দূরীকরণের জন্য বিবৃতি দিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। রোববার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কুয়েটের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা ডিভিশনের পাবলিক রিলেশনস অফিসার শাহেদুজ্জামান শেখ। বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) প্রশাসন স¤প্রতি দেশে ইঞ্জিনিয়ারিং পেশা ও কারিগরি ক্ষেত্রে শৃঙ্খলা এবং গুণগতমান রক্ষায় বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ডিগ্রীধারী পেশাজীবীদের পক্ষ থেকে উত্থাপিত দাবিসমূহ সম্পর্কে অবগত হয়েছে। এসব দাবির মধ্যে অন্যতম হলো ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেডে বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে পরীক্ষা বাধ্যতামূলক করা এবং প্রার্থীকে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে; কোটার মাধ্যমে বা অন্য সমমানের পদ সৃজনে কোনো প্রকার স্বতঃসিদ্ধ পদোন্নতি না দেওয়া; ১০ম গ্রেডে বিভিন্ন পদে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের জন্য যোগ্যতার ভিত্তিতে সুযোগ নিশ্চিত করে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রদান করা। কুয়েট প্রশাসন মনে করে, উল্লিখিত দাবিগুলো একটি দক্ষ, গুণগত এবং আন্তর্জাতিক মানসম্পন্ন প্রকৌশল কাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রতিযোগিতামূলক নিয়োগ ব্যবস্থা চালু রাখা ইঞ্জিনিয়ারিং পেশার মর্যাদা এবং জনসেবায় আস্থা বজায় রাখতে সহায়ক হবে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দাবিসমূহের যৌক্তিকতা উপলব্ধি করে এবং আশা করে যে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো বিএসসি ইঞ্জিনিয়ারদের অধিকার রক্ষা ও বৈষম্য দূরীকরণে বিষয়টি যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করবে।
শিক্ষাঙ্গন
বিএসসি ইঞ্জিনিয়ারদের অধিকার রক্ষা ও বৈষম্য দূরীকরণে কুয়েট ভিসির বিবৃতি
ইঞ্জিনিয়ারিং পেশায় সরকারি চাকরিতে যোগ্যতার ভিত্তিতে ৯ম ও ১০ম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারদের অধিকার রক্ষা ও বৈষম্য দূরীকরণের জন্য বিবৃতি দিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।