শিক্ষাঙ্গন
এক দশক যাবৎ বিদ্যালয়ে নেই কোন মুসলিম শিক্ষক
ইসলাম শিক্ষা পাঠ দিচ্ছেন হিন্দু শিক্ষক!
ফেনী শহরতলীর তুলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘ইসলাম ও নৈতিক শিক্ষা’ পাঠ দিচ্ছেন হিন্দু শিক্ষক। বিদ্যালয়ে নয়জন শিক্ষক কর্মরত থাকলেও মুসলিম কোনো শিক্ষক না থাকায় হিন্দু শিক্ষকই ইসলাম শিক্ষা বিষয়ে পাঠদান করছেন।
Printed Edition
ফেনী শহরতলীর তুলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘ইসলাম ও নৈতিক শিক্ষা’ পাঠ দিচ্ছেন হিন্দু শিক্ষক। বিদ্যালয়ে নয়জন শিক্ষক কর্মরত থাকলেও মুসলিম কোনো শিক্ষক না থাকায় হিন্দু শিক্ষকই ইসলাম শিক্ষা বিষয়ে পাঠদান করছেন। ইসলাম ধর্মের অনেক আরবি ও সূরার আয়াতের ব্যাখ্যা হিন্দু শিক্ষকের পক্ষে স্বাভাবিকভাবেই পড়ানো সম্ভব হচ্ছে না। ফলে ইসলাম ধর্মের অনুসারী কোমলমতি মুসলিম শিক্ষার্থীরা শিক্ষা জীবনের শুরুতেই ইসলাম ধর্ম বিষয়ে ভুল শিখছেন। এতে করে মুসলমান ছাত্র-ছাত্রীদের ইসলাম শিক্ষা বিষয়ে লেখাপড়ায় বিঘ্ন ঘটছে। স্কুলটিতে দীর্ঘ ১০ বছরে একজনও মুসলিম শিক্ষক না থাকায় অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
তুলাবাড়ীয়া এলাকার স্থানীয় বাসিন্দা আবদুর রশীদ বলেন, এখানে হিন্দু শিক্ষার্থীর সংখ্যা একটু বেশি, শিক্ষকরা সবাই হিন্দু ধর্মাবলম্বী। বিদ্যালয়ে ইসলাম শিক্ষা বিষয়ে পড়ানোর জন্য মুসলিম শিক্ষক না থাকায় তিনি নিজের ছেলে মেয়েকে স্থানীয় মাদ্রাসায় পড়াচ্ছেন বলে জানান।
স্থানীয় এক শিক্ষার্থীর অভিভাবক রাজীব দাস বাবলু জানান, সব শিক্ষক সনাতন ধর্মাবলম্বী হওয়ায় ইসলাম শিক্ষায় পাঠদানে সমস্যা হচ্ছে। তাই অন্তত একজন মুসলিম শিক্ষক অত্র বিদ্যালয়ে পোস্টিং দেওয়ার দাবি জানান তিনি।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শ্রিপ্রা রানী পাল বলেন, মুসলমান শিক্ষক না থাকায় ইসলাম ধর্ম বিষয় হিন্দু শিক্ষক ক্লাস নিতে হচ্ছে। এতে করে শিক্ষার্থীদের এবং আমাকে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা জানান, এ বিষয়ে আমরা অবগত ছিলাম না। শিক্ষা অফিসে আলোচনা করে সমস্যার সমাধান করার চেষ্টা চলছে।