খেলাধুলা শিক্ষার্থীদের একাগ্রতা, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও পরিশ্রমের মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ক্লেমন আন্তঃহল ক্রিকেট প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের শিক্ষার্থীদের মাঝে যেসব সম্ভাবনার দীপ্তি আছে, সেগুলো জাগিয়ে তুলতে হবে। আমি চাই, তারা যেন নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায় এবং আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারে।

তিনি আরও বলেন, “খেলাধুলায় জয়-পরাজয় থাকলেও সবচেয়ে বড় অর্জন হলো সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার মানসিকতা। এর মাধ্যমে শিক্ষার্থীরা চারিত্রিক গঠন, মানবিক গুণাবলি, গ্রুপভিত্তিক কাজে নেতৃত্বসহ বিভিন্ন দক্ষতা অর্জন করবে এবং ডুয়েটের সুনাম বৃদ্ধি করবে। খেলাধুলা শিক্ষার্থীদের শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণাসহ টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-ভিসি অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার এবং পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস। সভাপতিত্ব করেন শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি উপ-ভিসি বলেন, “শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তি অর্জনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। আমি বিশ্বাস করি, শিক্ষার্থীরা নিয়মিত এক্সট্রা-কারিকুলার অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করবে এবং নিজেদের আত্মশক্তি ও সহনশীলতা গড়ে তুলবে।

উল্লেখ্য, প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ছয়টি হলের মোট ১০টি দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় প্রধান, হল প্রোভোস্ট, পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।